মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
সুজন বালা: রাজধানী গুলশান থানা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রির কার্যক্রম শুরু করেছেন।
সোমবার সকালে গুলশান লেক ভিউ চেকপোস্ট গেটের সামনে গুলশান থানার সভাপতি ইকবাল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক জুবাইদুর রহমান এর উপস্থিতিকে এ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দলের ঢাকা উত্তরে আহবায়ক আমির হোসেন আমির,সদস্য সচিব বাকি বিল্লাহ, সাবেক কেন্দ্রীয় সদস্য ইব্রাহিম চৌধুরী, এইচ এম আবু সাঈদসহ সকল নেতৃবৃন্দ।
উদ্বোধনী শেষে প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার লুটপাটে দেশ এক ক্লান্তিকাল অতিক্রম করছে সেই সাথে বন্যায় বিভিন্ন জেলা শাকসবজির বাগান ক্ষতিগ্রস্ত হওয়ায় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়া মানুষের নাবিশ্বাস হয়েছে। দ্রব্যমূল্যকে স্বাভাবিক রাখতে ন্যায্য মূল্যে শাক সবজি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই সামান্য চেষ্টা অব্যাহত থাকবে।