শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তর জনপদের খাদ্য ভাণ্ডার খ্যাত ঠাকুরগাঁও জেলা। মাঠ জুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। চলতি মৌসুমে বিস্তীর্ণ মাঠ জুড়ে আমন ধানের সোনালী শীষ হাজারো কৃষক পরিবারের চোখে মুখে স্বপ্ন বুনছে।ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা মাঠ গুলো পরিদর্শন করে দেখা যায় আর মাত্র কয়েকদিন পরে ধান কাটা শুরু হবে, হরিপুর উপজেলার কৃষক আবুল হোসেন (৫০)জানান আমি প্রায় ১৫বিঘা আমন ধান লাগিয়েছি আবহাওয়া অনুকূল ভালো থাকায় এবছর আমনের বাম্পার ফলন হয়েছে । ধান কাটার পর আলু, সরিষা, ভূট্রার আবাদ করব।
বর্তমানে শেষ মহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগামী সপ্তাহের মধ্যে ধান কাটা-মাড়াই শুরু হবে। নতুন ধান উঠবে কৃষকের গোলায়। ধান ঘরে তোলার স্বপ্নে চাষীরা বিভোর। কৃষাণ-কৃষাণীরা গোলা, খলা, আঙ্গিনা পরিষ্কার করায় ব্যস্ত।
সরকারের কৃষি বান্ধব কর্মসূচি, কৃষি অফিসের ব্যাপক তৎপরতা, কৃষকের অক্লান্ত পরিশ্রম, অনুকূল আবহাওয়া, সার, কীটনাশকসহ বাজারে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ, সহনশীল দাম, সহজলভ্যতা ও সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহ এবং আবাদ উপযোগী পরিবেশ ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।জেলায় এবার রোপা আমনের আবাদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এরমধ্যে আগাম জাতের আছে ১৫ হাজার হেক্টর।