বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার ফাঁদে কোটিপতি হওয়ার লোভে নিঃস্ব গৌরীপুরবাসী গোপালগঞ্জে হত্যা মামলায় ৪ সন্তানের জনক জামাল মিয়া আটক ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ জানুয়ারির প্রথম দিকেই নতুন বই পাবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৭৬তম জন্মোৎসব পালিত কেমুসাস সাহিত্য পুরস্কার পাচ্ছেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী আশুলিয়ায় ৩৫ বোতল বিদেশী মদসহ ২ জন আটক কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর উপদেষ্টা হওয়ায় সমালোচনার ঝড়, মুখ খুললেন উপদেষ্টা ফারুকী অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাধারণ বীমার পরিচালক মিজানের নিয়োগ বাতিলের দাবী
রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রায়পুরায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা থেকে সাদ্দাম উদ্দিন রাজ 

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় রায়পুরা সরকারি কলেজের মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়ে। খেলায় নরসিংদী সিটি ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স একাডেমী দুটি দল মোকাবেলা করে।

খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ০৪-০০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী।

রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুর আহম্মেদ চৌধুরী মানিকের ব্যবস্হাপনায় খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পরে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:শফিকুল ইসলাম,রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম শাহ আলম, সিলেট এম. এ.জি উসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সম্পাদক নাজমুল হক বইয়া মোহন, যুব বিষয়ক সম্পাদক কাজে আসাদুর রহমান মিলন উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ মোল্লা,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,ও যুগ্ম আহ্বায়ক আলকাছ উদ্দিন প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com