মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে সাবেক কর্মস্থল প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা দাবি ও ভয়ভীতি- প্রাণ নাশের হুমকির অভিযোগ করেছেন রাজিব হোসেন সম্রাট নামে এক ব্যক্তি। শুক্রবার (১৫ নভেম্বর ) রাতে ঈশ্বরদী শহরের জিরো পয়েন্ট খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে একটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। অভিযুক্ত জসিম উপজেলার সাড়া ইউনিয়নের পানহাট এলাকার জাফর আলীর ছেলে এবং ভুক্তভোগী রাজিব হোসেন সম্রাট উপজেলার সাঁড়া ঝাউদিয়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ২০২২ সালে আমার মারাত্মক ব্রেন টিউমার হয়। পারিবারিক ও আত্মীয়ের আর্থিক সহযোগিতায় আমার ব্রেন সার্জারী হয়। এমতাবস্থায় আমার সার্জারীর পরে ভারী কাজ করা সম্পূর্ন নিষেধ। জীবনের তাগিদে আমি একটা এলাকায় ছোট দোকানের উপর নির্ভর করে পরিবার নিয়ে জীবন যাপন করি। হঠাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে জসিম নামে একজন ব্যক্তির সাথে রাস্তায় দেখা। সে আমার পাশের গ্রামের ছেলে। সে আমার খোঁজ খবর নেয়। আমি তাকে আমার বিষয়ে বিস্তারিত বলি। সে আমাকে তাহার রবি ডিস্টিবিউটরে ম্যানেজার হিসাবে চাকুরির অফার দেয় এবং মাসিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা বেতন নির্ধারণ করে।
রাজিব হোসেন সম্রাট জানান, আমি আমার পরিবারের কথা চিন্তা করে। তাহার চাকুরিতে সম্মত জ্ঞাপন করি। তাহার ডিস্টিবিউটরে ০৯ ই নভেম্বর ২০২৩ উপস্থিত হই। তাহার ডিস্টিবিউটরে ১০ জন কর্মকর্তার উপস্থিতিতে আমাকে ম্যানেজার হিসাবে পরিচিত করে কিন্তু সে আমাকে কোন অ্যাপায়নমেন্ট লেটার দেয় নাই। আমাকে সে ম্যানেজারের কাজ না দিয়ে মার্কেটিং এর কাজ দেয়। আমি তাহার কথা মতো মার্কেটিং এর কাজ করতে থাকি। সে আমাকে মাসিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করিয়া বেতন দেওয়ার কথা থাকলে সে আমাকে ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা করিয়া দেয়।
ভুক্তভোগী সম্রাট বলেন, এমতাবস্থায় মাস তিনেক পর রাজু আহমেদ নামের একজনকে ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়। পরবর্তীতে জসিম আমাকে রাজু আহমেদ এর নিকট সকল প্রকার হিসাব বুঝিয়ে দিতে বলে। ২০২৪ সালের মার্চ মাসে আমি রাজু আহমেদকে সকল প্রকার হিসাব বুঝিয়ে দিয়ে চাকুরি থেকে অব্যাহতি দেই।
তিনি আরও অভিযোগ করে বলেন, পরবর্তীতে ২০২৪ সালের আগষ্ট মাসে জসিম আমাকে ফোন কল করে আমার নিকট হইতে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা পাবে মর্মে জানায়। পরবর্তীতে জসিম বিএনপির নাম ব্যবহার করে আমার নিকট ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দাবি করিয়া আমাকে প্রাণ নাশের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমতাবস্থায় উক্ত বিষয়টি নিয়ে আমি ভীষন নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। উল্লেখ্য যে, জসিম ও তাহার পরিবার আওয়ামীলীগ রাজনীতির সাথে যুক্ত আছে।
সংবাদ সম্মেলনে রাজিব হোসেন সম্রাটের মামা জিহাদুল কবির ও সাবেক কর্মস্থল প্রতিষ্ঠানের সহকর্মী চিরঞ্জিত ভৌমিক উপস্থিত ছিলেন। পরে এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী রাজিব হোসেন সম্রাট।