মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
”জাতীয় সংহতি ও বিপ্লব” দিবস পালন উপলক্ষে নাটোরের বনপাড়ার বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি এ্যাড: মো: আবদুল কাদের সভাপতিত্বে ও অধ্যাপক মো: লুতফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই জাতির কান্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না।’এজন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সর্তক,সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।
রাষ্ট্রের ভালোমন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের পথ তৈরি করুন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা।
সমাবেশে বিএনপি নেতাকর্মীরা বলেন, ১৬ বছর পর এসে নাটোরে বিএনপি স্বতস্ফুর্তভাবে কর্মসূচি করতে পারছে। ১৬ বছরে স্বৈরাচার অবৈধ আওয়ামী লীগের নেতারা অনবরত বাধা দিয়েছে,বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এসময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার আওয়ামী লীগ নেতাদের অবৈধ দৃশ্যমান সম্পদের হিসাব নিতে দুদকের তদন্ত করার আহ্বান জানান তারা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।