রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

পূর্ব শত্রুতার জেরে নিরিহ পরিবারের উপর হামলা ও বসতবাড়ী ভাঙচুর-লুটপাট

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে অতর্কিত ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় আল আমিনের পরিবারের উপর হামলা ও ঘরের মালামাল লুটের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ভূক্তভোগী থানায় অভিযোগ দেয়ার পরও অদৃশ্য কারণে ধরাছোয়ার বাইরে আসামীরা।
মোঃ আল আমিন ভূইয়ার লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, রাজধানীর পল্লবী থানাধীন পলাশনগর, বেলতলা, একশদাগ এলাকার আসাদুজ্জামান রিপন সম্রাট (৩৫), টগর (৩০), রবি ইবনে কায়সার রাবু (৪৫), সহ আরো অজ্ঞাতনামা ১০/১৫ জন বিবাদীদের সাথে ভূক্তভোগী আল আমিনের বসত বাড়ির জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ মেটানোর জন্য বিবাদীরা ভূক্তভোগীর সাথে বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি করে। এমনকি বিরোধীয় বিষয় নিয়ে বিবাদীগন প্রায়ই ভূক্তভোগী আল আমিনের পরিবারকে মারধর করার চেষ্টা সহ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৬/১২/২০২৪ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় উক্ত বিবাদীগন সহ আরো অজ্ঞাতনামা ১০/১৫ জন বে- আইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিসোটা নিয়ে সজ্জিত হইয়া ভূক্তভোগী আল আমিনের বাসায় অনধিকার প্রবেশ করে তাকে এলোপাতারী মারধর করিয়া মারাত্মক আহত করে।
তখন হামলাকারীরা ভূক্তভোগী আল আমিনের বাসা থেকে সকল ফার্নিচার নিয়ে যায়। যাহার আনুমানিক বাজার মূল্য ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। বিবাদীগন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আমার আলমারিতে রক্ষিত থাকা ৫ ভরি স্বর্ন নিয়ে যায়, যাহার বাজার মূল্য ৬,০০,০০০/= (ছয় লক্ষ) টাকা, ৩ টি মোবাইল ফোন নিয়ে যায়, যাহার মূল্য ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
হামলাকারীরা ভূক্তভোগী আল আমিনের বাসার সকল মালামাল ভাঙ্গচুর করে ও বাসার দেওয়াল হাতুরী দিয়ে ভাঙ্গে এবং থাইগ্লাস ভাঙ্গে। বাসার ফ্রীজ এবং ৩২ ইঞ্চি টিভি ভেঙ্গে ফেলে। সর্বমোট ২০,০০,০০০/= (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে।
ভূক্তভোগী আল আমিনের বাবা মোঃ দাউদ ভুইয়া হামলাকারীদের বাধা দিতে গেলে তাকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে। আল আমিনের স্ত্রী সাথী (২২)কে হামলাকারীরা এলোপাতারীভাবে মারধর করে এবং সাথীর পরিহিত কাপড়-চোপড় টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি ঘটায়। আল আমিনের স্ত্রীর কোল থেকে তার ৩ বছরের মেয়ে আলিফাকে টেনে নিয়ে নিচে ফেলে দেয়। তার স্ত্রীর কান ছিড়ে কানের দোল নিয়ে যায়, যাহার মূল্য ১৫,০০০/= (পনেরো হাজার) টাকা।
ভূক্তভোগীদের ডাকচিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে হামলাকারীদের তার পরিবারের সকল সদস্যদের বিভিন্ন ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকী দেয়।
বিবাদীগন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন পরবর্তীতে আমাকে সুযোগমত পাইলে জীবনে মারিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। ভূক্তভোগী আল আমিন বর্নিত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা দায়ের রুজু করেন, মামলা নং – ৯ তারিখ ০৭/১২/২০২৪ ইং। ভুক্তভোগী জানান যে এতদিন হয়ে গেল মামলা হয়েছে আজও পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে আসামিগণ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com