বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণ বাড়িয়া থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদন:
ন্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথেই প্রতীকি স্মৃতিসৌধে শহীদদের স্মরণ পুষ্পমাল্য অর্পণ করেন।
সরাইল উপজেলা প্রশাসনের সাথে সাথেই বিভিন্ন দলীয় ব্যানারে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক জোট,ও সকল ধর্ম, বর্ণের ব্যক্তিবর্গরা শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় শুরু হয় ৭১ এর বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।
কোরআান তেলাওয়াতের পরেই মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফল দিয়ে বরণ করেন (ইউ এন ও) সরাইল সহ ভুমি অফিসার, ওসি ও সদর চেয়ারম্যান আবদুল জব্বার।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাঈনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিস ও সদর চেয়ারম্যান আবদুল জব্বার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি এন পির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বংলার বাঘিনী কন্যা খ্যাত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বক্তব্য রাখেন উপজেলা ভুমি অফিসার সিরাজুম মুনিয়া,সরাইল থানা অফিসার ইনসার্জ রফিকুল ইসলাম, উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুবউদ্দিন, আমীর মাওলানা মনিরুজ্জামান, ডিপুটি কমান্ডার আনোয়ার আলী,মুক্তিযোদ্ধা রহমত আলী শাহ।
আরোও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর মাস্টার, যুবদলের সদস্য সচিব নুর আলম মিয়া, সদর ছাত্র দলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাংবাদিক আব্বাসউদ্দীন, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক, কৃষকদলের নেতা আলাল খন্দকার, সরাইল সদর যুবদলের সাবেক সভাপতি কামাল খন্দকার, সরাইল বাজার কমিটির সেক্রেটারি বাবুল মিয়াসহ বি এন পি ও জামায়াতের নেতা কর্মিরা।
সভা শেষে মুক্তিযদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিজয়ী উপহার প্রদান করেন।