সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
গোপালগঞ্জ থেকে মোঃ শিহাব উদ্দিন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তার সহিদল ইসলামের নকুল ঔষধ তৈরি ও সাধারণ রোগীদের সাথে প্রতারণা। আজ সকাল ১১ঃ০০ টার সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাথান ডাঙ্গা বাজারে যৌন উত্তেজক ঔষধ তৈরি সময় বাথান ঢাকা বাজারের ব্যবসায়ী মোঃ কামাল দেখে ফেললে তিনি স্থানীয় ব্যবসায়ীদের জানান। ঘটনার খবর পেয়ে সারোজমিনে গিয়ে দেখতে পাই , বাথানডাঙ্গা বাজারের হোমিও ডাক্তার শহিদুল ইসলাম ও তার দুই সহযোগী নকল ঔষধ তৈরি ও মোড়ক বোতলের গায়ে লাগাচ্ছিলেন।
এ সময় ভিডিও করতে গেলে প্রতিবেদকের হাত থেকে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন এবং নানা ধরনের হুমকি ধামকি দিকে থাকেন। ডা সহিদুল ইসলাম একই ইউনিয়নের মহেশপুর গ্রামের চা দোকানি সিরাজ শেখের ছেলে।সে ৪ বছর আগে ও জয়নগর বাজারের এস এর ব্যবসায়ী রফিক খানের কর্মচারী ছিলেন।
রফিক খান বলেন শহিদুল আমার দোকানের ফার্নিচারের কাজ করত, সে হঠাৎ করে কিভাবে এতগুলো ডাক্তার হলে আমিও বুঝতে পারি না। তবে মাঝে মাঝে তার বড়লোকি ভাব দেখে বাবা হই। মহেশপুর গ্রামের মিজান মৃধা ডা শহিদুল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ডাক্তার শহিদুল একজন ভুয়া ডাক্তার, সে কখনোই স্কুলের বারান্দায় ও যায় নাই। কিভাবে এত বড় ডাক্তার হল তা নিয়ে সন্দেহ আছে। বাথান ডাঙ্গা বাজারের সাধারণ ব্যবসায়ীরা এ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ কঠিন স্বাস্থ্যের দাবি জানান।