রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি:
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মোটিভেশনাল প্রোগ্রাম এন্ড পিকনিক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রজেক্ট ডিরেক্টর মোঃ নুরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রজেক্ট ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান, সিরাজগঞ্জ জোনাল ইনচার্জ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিরাজগঞ্জ জেনারেল ম্যানেজার মোঃ হারুন শেখ, আরো উপস্থিত ছিলেন কামারখন্দ অফিসের ডি.জি.এম মোঃ রিপন হক, সহকারী ম্যানেজার মোঃ শামিম রেজা, মোঃ তাজউদ্দীন আহম্মেদ, মোঃ ওবায়দুল হক, মোঃ হাবিবুর রহমান, এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার মোঃ সোবাহান আলীসহ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অনন্য সদস্যবৃন্দ।
মেঃ নুরুল ইসলাম খান বলেন, বিগতদিনে কিছু বীমা কোম্পানি সময় মতো বীমা দাবি পরিশোধ করতে না পারায় জনমনে বীমার প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের বীমার টাকা সময় মত পরিশোধ করায় গ্রাহকদের আস্তা অর্জিত হয়েছে।
এছাড়াও বীমা দাবি পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আগামীতে জাতীয় পুরস্কার লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।