রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
নরসিংদী প্রতিনিধি ফালু মিয়া:
হোটেল রেস্তোরায় ভ্যাট কামানোর দাবিতে সারাদেশের মত নরসিংদীতেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নরসিংদী উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে।
সমিতির ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখা কমিটির সভাপতি ও গ্রান্ড রেস্টুরেন্ট এর মালিক ইকবাল মাহমুদ, জনপ্রিয় হোটেল এর মালিক ও সমিতির সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন মোল্লা,সহ-সভাপতি জয়নাল হোটেলের মালিক আলহাজ্ব জয়নাল আবেদীন, সমিতির সাধারণ সম্পাদক ও চিয়াংরাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক মলয় কুমার, রাধুনি হোটেলের মালিক মোস্তফা মিয়া ও প্রচার সম্পাদক মিম সুইটমিট এর মালিক কামরুজ্জামান সরকার প্রমুখ।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারক লিপি জমার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন।