মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পানি সরবরাহ করল ‘ফায়ার সার্ভিস’ কালিয়াকৈর তারুণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত কর্ণফুলীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৩ সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা জামিয়া কারিমিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসা ৭ম খতমে বুখারী ও জুলাই শহীদদের স্বরণে দুআ মাহফিল স্কুলে প্রধান শিক্ষক একইদিনে প্রশিক্ষন দুই জায়গায় জলাবদ্ধতা নিরসনে ১১ করণীয় নির্ধারণ, সময় দিলেন চার মাস মানবতার সেবায় নিবেদিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ভূমি অফিস পরিদর্শনে ভুমি কর্মকর্তা অবৈধভাবে মিরপুর থানার ওসিকে বদলি করায় থানার গেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের বিক্ষোভ
মানবতার সেবায় নিবেদিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা

মানবতার সেবায় নিবেদিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা

বরিশাল থেকে মোঃ রাসেল হোসেন:

শীতার্তদের উষ্ণতা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত “Winter Warmth Phase 3”-এর বিভিন্ন ধাপে অসংখ্য শীতার্ত মানুষের মুখে হাসি ফুটেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা শাখার ভলান্টিয়ারগন মানবতার সেবায় নিবেদিত ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা বরাবরের মতোই আবারও নিজেদের প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে।
একটি প্রবল কুয়াশার অন্ধকার রাতের শহরে কয়েকটি জোনাকি যেন আলো ছড়িয়ে বেরাচ্ছে। তখন কেমন অনুভব করবেন?
অবাক কান্ড তাই না?
না রুপকথা নয়!! দূর থেকে দেখলে এমনটাই মনে হবে, তবে একটু কাছে গেলেই বোঝা যাবে, এগুলো সাধারণ জোনাকি নয়, এগুলো হলুদ জোনাকি।
আলোর সাথে সাথে যারা ছড়িয়ে দিচ্ছে আশা।
আবার মনে করুন নদীর পাড়ে ভরে আছে এক বাগান সূর্যমুখী, অভাবে পরিপূর্ণ মানুষগুলোরও মনটা যেন ভালো হয়ে যাচ্ছে তাদের কাছে গিয়ে।
তখন কেমন লাগবে?
কথায় বলে,”গল্প হলেও সত্যি।”এটাও তেমন!
হলুদ জোনাকি, সূর্যমুখী, এরা আর কেউ নয় সবার চেনা হলুদ আর্মি।
হ্যা!! হলুদ আর্মি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ। সূর্যের মিষ্টি আলোর মতো যারা উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে শীতের প্রতিটা প্রহরে।
Phase 3.1-এ, বরিশালের ৩০ গোডাউনে আয়োজন করা হয় এক বৃহৎ বিতরণ কার্যক্রম, যেখানে প্রায় ২৫০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

এরপর, Phase 3.2-এ ভিবিডি গৌরনদী উপজেলা টিম প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।

Phase 3.3-এ, বরিশাল জেলার ভলান্টিয়াররা মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করে। শীতের রাতের কনকনে ঠান্ডায় রাতের অন্ধকারে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করে তারা শীতার্তদের পাশে দাঁড়ায়।

Phase 3.4-এ, বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় আরও অর্ধশত শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌঁছে দেওয়া হয়। প্রতিটি ধাপে ভিবিডি বরিশাল জেলার স্বেচ্ছাসেবকদের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

উক্ত প্রজেক্ট এর লিডার আবুল হাসনাত কাইউম বলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলার উদ্যোগে টানা তৃতীয়বারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে “Winter Warmth” প্রজেক্ট। উক্ত প্রজেক্টটি চার ধাপে অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রকল্পের প্রতিটি পর্যায়ে আমি প্রজেক্ট লিডার হিসেবে নেতৃত্ব দিয়েছি এবং দলীয় সদস্যদের সহযোগিতায় শীতার্তদের মাঝে সহানুভূতির উষ্ণতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল সমাজের অসহায় মানুষদের শীতকালীন কষ্ট কিছুটা লাঘব করা। ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।

ভিবিডি বরিশাল জেলার ভাইস – প্রেসিডেন্ট রিংকু হোসেন বলেন, “আমরা বরিশাল জেলায় শীতার্তদের কষ্ট কমানোর জন্য যে প্রচেষ্টা চালিয়েছি, তা শুধুমাত্র ভিবিডির স্বেচ্ছাসেবকদের ঐকান্তিক পরিশ্রম এবং সাধারণ মানুষের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। এই প্রকল্প আমাদের দেখিয়েছে, মানবতার সেবায় কাজ করার আনন্দ কতটা বিশাল হতে পারে। ভবিষ্যতেও আমরা এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”

কথায় আছে “ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা, বিন্দু বিন্দু জল।
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”
ভলান্টিয়ার ফর বাংলাদেশের বরিশাল জেলা শাখা প্রমাণ করেছে যে, ছোট ছোট প্রচেষ্টা একসাথে করলে বিশাল কিছু করা সম্ভব। “Winter Warmth” প্রকল্পের মাধ্যমে তারা শীতার্তদের কাছে শুধু কম্বলই নয়, মানবতার উষ্ণতাও পৌঁছে দিয়েছে। এভাবেই ভিবিডি বরিশাল জেলা আগামীতে আরও বৃহৎ মানবিক উদ্যোগ গ্রহণ করবে বলে প্রত্যাশা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com