বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকায় পোস্টার-ব্যানার লাগালেই জরিমানা ১৫ দিনে এলো ১৩১ কোটি ২২ লাখ ডলার নরসিংদীর মনোহরদীতে মোবাইল ব্যবসায়ীর বিবস্ত্র লাশ উদ্ধার ইয়াবা নিয়ে কর্ণফুলীতে রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২জন কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টির মহিলা নেএী কানিজ ফাতিমা লিমা আটক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলায়, বোরহানউদ্দিন অগ্ৰগতী নারী উন্নয়ন সংস্থার উদ্বোধন দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল চাঁদাবাজি, টেন্ডারবাজী, মানুষকে জিম্মি করে মামলা বানিজ্য করলে ছাড় হবে না: সাঈদ সোহরাব কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে বিএনপিনেতাসহ আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে বিএনপিনেতাসহ আহত অর্ধশতাধিক

মোঃ জাহিদুর হক:

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লায় দুই দিনের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে।

বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হামলা-পাল্টা হামলায় কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পৌর এলাকার মিলন মোড় ও সয়াগোবিন্দ থানা রোড এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার সয়াগোবিন্দ থানা রোড এলাকায় একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল দুপুরে উভয় মহল্লার লোকজন লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

আজ সকালে সংঘর্ষের খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় ইটের আঘাতে বিএনপির সাধারণ সম্পাদক গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, র‌্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com