বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জেমসের গানে মাতাল জীবন সঙ্গী নৃত্যশিল্পী নামিয়া আনাম সমুদ্রপথে পাচারের সময় ২৯ জন উদ্ধার, আটক ৩ রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংককে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে: পিআরআই আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১১ তরুণ-তরুণী আটক সেনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ শিক্ষকদের বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষে বিএনপিনেতাসহ আহত অর্ধশতাধিক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০

মোঃ জাহিদুর হক:

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লায় দুই দিনের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে।

বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হামলা-পাল্টা হামলায় কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পৌর এলাকার মিলন মোড় ও সয়াগোবিন্দ থানা রোড এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার সয়াগোবিন্দ থানা রোড এলাকায় একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল দুপুরে উভয় মহল্লার লোকজন লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

আজ সকালে সংঘর্ষের খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় ইটের আঘাতে বিএনপির সাধারণ সম্পাদক গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, র‌্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে|

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com