বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ভুয়া গ্রুপ-ওয়েবসাইটের ফাঁদে হাজার হাজার বিনিয়োগকারী ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে খাগড়াছড়ি ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয়: ভাবনা গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবে পৌরসভার পূজা মণ্ডপ পরিদর্শক করেন আলী আকবর আনিছ নড়াগাতীতে পুজামণ্ডপ পরিদর্শন ও উন্নয়ন অঙ্গীকার: শান্তি ও ঐক্যের বার্তা গ্রাহকের টাকায় বেহিসাবি ব্যয় ৮৩৩ কোটি টাকা :৪৩ বিমা কোম্পানি তারেক রহমানের শুভেচ্ছা ও অনুদান পৌঁছে দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার অমি কুড়িগ্রাম রাজারহাটে দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ-এর শুভেচ্ছা বিনিময় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আস্থা লাইফ ইন্স্যুরেন্সের

পবিত্র মাহে রমজান উপলক্ষে পণ্যের গুনগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত সার্ভিল্যান্স অভিযান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৯১

নিজস্ব প্রতিবেদক ফালু মিয়া:

রোজ মঙ্গলবার ১৮-০৩-২০২৫ খ্রি. তারিখে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় পবিত্র মাহে রমজানে ভোক্তা সাধারনের ক্রয়ের স্বচ্ছতা উপলক্ষে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় , নরসিংদী-এর একটি সার্ভিল্যান্স পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স এর কার্যক্রম নিম্নরূপঃ
০১। (i) মেসার্স নিবারন মিষ্টান্ন ভান্ডার, মনোহরদী বাজার, মনোহরদী, নরসিংদী ।
(ii) মেসার্স ভাই ভাই হোটেল এন্ড সুইটমিট, মনোহরদী বাজার, মনোহরদী, নরসিংদী ।
ইফতারির জন্য প্রস্তুতকৃত খাবার স্বাস্থ্যকর পরিবেশে রান্না ও পরিবেশন করার পরামর্শ প্রদান করা হয় এবং ব্যবহৃত ওজন যন্ত্র যাচাই করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানগুলোর প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাতকৃত মিষ্টি, ফার্মান্টেড মিল্ক (দই,মাঠা) পণ্যের সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।
০২। মেসার্স ভাই ভাই ফল ভান্ডার, মনোহরদী বাজার, মনোহরদী, নরসিংদী ফলের দোকানের ওজন যন্ত্র যাচাই করা হয় ও বিএসটিআই হতে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।
০৩। মেসার্স আকন্দ ট্রেডার্স,নোয়াকান্দি, মনোহরদী, নরসিংদী মিনি পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট গুলো যাচাই করা হয় ও মাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ দেওয়া হয়। বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।
০৪। মেসার্স ভেনগার্ড লিমিটেড, তারাকান্দি, মনোহরদী, নরসিংদী প্রস্তুতকৃত ক্লে ব্রিকস( ইট) পন্যের অনুকুলে অনূকুলে সিএম সনদ না পাওয়ায় সতর্ক করা হয় এবং নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।
০৫। মেসার্স সামিয়া ফুড প্রোডাক্টস, তারাকান্দি, মনোহরদী, নরসিংদী প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাতকৃত চানাচুর, লাচ্ছা সেমাই পন্যের অনুকুলে অনূকুলে সিএম ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না পাওয়ায় সতর্ক করা হয় এবং নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি কর্তৃক প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাতকৃত মোনাক্কা, নিমকি, তারা বিস্কুট এর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন করার পরামর্শ প্রদান করা হয়।
জনাব এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি) এর সমন্বয়ে উক্ত অভিযানটি পরিচালনা করা হয় ।

মাহে রমজানের বাজার স্থির রাখতে ও গুনগত মানসম্পন্ন পন্য উৎপাদনে জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর কার্যক্রম অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com