বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এখনো থেমে নেই ছাত্রলীগের সন্ত্রাসী প্রত্যয় মাহমুদের নাশকতা কার্যক্রম দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড গ্যাং লিডার হিটলু বাবু গ্রফতার, অস্ত্র উদ্ধার জীবনমান উন্নয়নে আগৈলঝাড়ায় সেমিনার ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে
ডেসকোর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেসকোর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্তৃক আয়োজিত এক অনাড়ম্বর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ ২০২৫ (১০ রমজান ১৪৪৬ হিজরি) এই মাহফিলটি আয়োজন করা হয়, যেখানে ডেসকোর কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের পরিচালক জেনারেল শামীম আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: কবির হোসেন, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মো: হানিফসহ ডেসকোর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন– প্রকৌশলী মো. রেজাউল কবির।

ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল পবিত্র রমজান মাসের তাৎপর্য উপলব্ধি করা, প্রতিষ্ঠান ও দেশের কল্যাণ কামনায় দোয়া করা এবং কর্মকর্তাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়ানো। ডেসকোর কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, “ডেসকো শুধু একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানই নয়, এটি একটি দায়িত্বশীল সংস্থা। আমরা শুধু বিদ্যুৎ সরবরাহের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজের উন্নয়নে কাজ করে যেতে চাই। এই দোয়া ও ইফতার মাহফিল তারই একটি অংশ।”

“আমাদের দায়িত্ব শুধু গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নয়, বরং আমরা চাই আমাদের কর্মকর্তারা পারস্পরিক বন্ধন দৃঢ় করে কাজ করুক। তবেই আমরা একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারবো।”

“রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং ধৈর্য ও সহমর্মিতার অনুশীলন করায়। আমরা চাই, ডেসকোর সকল কর্মকর্তা ও কর্মচারীরা এই শিক্ষাকে কাজে লাগিয়ে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুক।”

“ডেসকোর সেবার মান উন্নত করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রমজান আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। তাই আমাদের একসঙ্গে কাজ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।”

“এই ধরনের আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়ায়। ডেসকোর উন্নতি নিশ্চিত করতে আমাদের আন্তরিকতা ও একতা আরও দৃঢ় করতে হবে।”

 

ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও ডেসকোর উন্নতির জন্য এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: রফিকুল ইসলাম। দোয়ায় উপস্থিত সবাই নিজেদের আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করেন এবং ডেসকোর সার্বিক সফলতার জন্য মঙ্গল কামনা করেন।

অংশগ্রহণকারীরা অত্যন্ত আনন্দের সঙ্গে পুরো আয়োজন উপভোগ করেন। অতিথিরা ডেসকোর এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ডেসকো শুধুমাত্র একটি বিদ্যুৎ বিতরণ সংস্থা নয়, এটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছে।

ডেসকোর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “আমরা শুধু বিদ্যুৎ সরবরাহই করি না, বরং সমাজের জন্যও কিছু করতে চাই। ভবিষ্যতে ডেসকোর পক্ষ থেকে এতিমখানা ও দুস্থদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

ডেসকোর এই আয়োজন প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, কর্মীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেও তারা কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হলে এটি প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com