মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
‘ভিজিএফ চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগে, নীলফামারীর জলঢাকায় প্যানেল চেয়ারম্যান এর পদ’ত্যা’গের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত’ শিরোনামে ২০ মার্চ ৭১ বাংলা টিভিতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন, নীলফামারী জলঢাকা উপজেলার ৬নং শিমুলবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাস রায়।প্রতিবাদপত্রে বলেন, ওই অনলাইন আইপি-টিভিতে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।
ভিজিএফ চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, গত ৫ আগস্টের পর আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান মো. হামিদুল ইসলাম পলাতক থাকায় জেলা প্রশাসনের নির্দেশনায় আমি প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহনের পর থেকে সততা ও নিষ্ঠার সাথে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু পরবর্তীতে কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ ওই ইউনিয়নের কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি আমার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে, আমার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন পরিচালনা করে। সেই মানববন্ধনের খবর আমার দৃষ্টিগোচর হয়। সেখানে আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে মানববন্ধনের ফলে আমার ব্যক্তিগত ইমেজ এবং মান সম্মান ক্ষুন্ন হয়েছে। যার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।