বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রতারনা করে কোটি টাকা হাতিয়ে নেয় শহিদুজ্জামান (লান্জু) তিন শিক্ষক ও আট শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় নোয়াখালীর বেগমগঞ্জে হংকং প্রবাসীর নির্মাণাধীন খামার থেকে চাঁদা দাবি শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার কাকরাইলে রাজউক নকশা জাল জালিয়াতি করে গড়েছে বহুতল মজুমদার ভিলা সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০ সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ উদযাপিত হলো কুয়াকাটায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতারনা করে কোটি টাকা হাতিয়ে নেয় শহিদুজ্জামান (লান্জু)

প্রতারনা করে কোটি টাকা হাতিয়ে নেয় শহিদুজ্জামান (লান্জু)

মোঃ সুরুজ, স্টাফ রিপোর্টার:

ঢাকা: শহিদুজ্জামন লান্জু (৩৮) পেশায় তিনি একজন প্রতারক। প্রতারনা করাই তার এক মাত্র পেশা। সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে মানুষের সাথে প্রতারনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। লান্জু সরকার অনুমদিত গ্রমীণ মানব কল্যান সংস্থা নামে একটি ফাউন্ডশন তৈরী করেন যাহার রেজিঃ( জ-১১৩৮)। তিনি এ ফাউন্ডেশন থেকে লোন দিবে বলে বিভিন্ন লোকের কাছ থেকে সঞ্চয়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। সে কখোনো ব্যাংক লোন আবার চাকুরী দিবে বলে এই বলে লোকজনের সাথে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। তার এই প্রতারণার জন্য অনেকেই এখন সর্বশান্ত হয়ে পরেছে।

এই প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হওয়া ভুক্তভোগীরা কোন উপায় না পেয়ে ১০ সিগনাল ব্যাটালিয়ন আর্মি ক্যাম্পে এ প্রতারকের নামে একটি অভিযোগ করন। সেই অভিযোগের ভিত্তিতে ১০ সিগন্যাল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) এর নির্দেশে প্রতারককে গ্রেফতারের নির্দেশ দিলে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: জাহিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন এবং প্রতারক শহিদুজ্জামন লান্জু (৩৮)কে গত মঙ্গলবার সকাল ১২ টায় ১০ সিগন্যাল ব্যাটালিয়ন ভাষানটেক থানাধীন মাটিকাটা চেকপোস্ট এলাকা থেকে গ্রফতার করতে সক্ষম হয়।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুজ্জামন লান্জু (৩৮) সে তার প্রতারনার কথা স্বীকার করেন পরে তাকে ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে ভাষানটেক থানায় তার নামে প্রতারনার মামলা করা হয়। এর আগেও বেশ কয়েকবার শহিদুজ্জামন লান্জু প্রতারনার মামলায় জেলেও যায়।

শহিদুজ্জামন লান্জু (৩৮) জামালপুর জেলার মাদার গঞ্জ থানার বিন্না ফরি গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com