শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচ্ছেদের পর ট্রল, নীরবতা ভেঙে যা বললেন এ আর রহমান জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস-এর প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাশেম রানার সিরাজগঞ্জে ৫ম মৃত্যবার্ষিকী পালিত পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত মুগদা মেডিকেলে ২২ দালাল আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঢামেকে দালাল ‘শাহাদাত গ্রুপ’ ও ‘আব্দুল্লাহ গ্রুপ’-এর মধ্যে সংঘর্ষ সিরাজদিখানে সাংবাদিকের উপর হামলা: ভন্ড কবিরাজ শাহজালাল ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা পদত্যাগপত্র পাঠিয়েছেন কুয়েট ভিসি-প্রোভিসি প্রতারনা করে কোটি টাকা হাতিয়ে নেয় শহিদুজ্জামান (লান্জু) তিন শিক্ষক ও আট শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় নোয়াখালীর বেগমগঞ্জে হংকং প্রবাসীর নির্মাণাধীন খামার থেকে চাঁদা দাবি
মুগদা মেডিকেলে ২২ দালাল আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মুগদা মেডিকেলে ২২ দালাল আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ২২ জন দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।’

জানা গেছে, আটককৃতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। অভিযান চলাকালে মোট ৩২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ২২ জনের বিরুদ্ধে দালালির স্পষ্ট প্রমাণ মেলায় তাদেরকে সাজা দেওয়া হয়।’

অভিযান পরিচালনায় অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের একটি যৌথ দল। পরে হাসপাতাল চত্বরে বসানো হয় ভ্রাম্যমাণ আদালত, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে দণ্ড ঘোষণা করেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতাল কর্মকর্তা জানান, “হাসপাতালটিতে অনেকদিন ধরেই দালালদের দৌরাত্ম্য চলছিল। তারা মূলত স্থানীয় হওয়ায় কেউ সহজে মুখ খুলতে সাহস করত না। কিন্তু বর্তমান পরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিতভাবে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “পরিচালক নিজে তদারকি করছেন, এবং রোগী ও স্বজনদের অভিযোগকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। এ অভিযানে তার নেতৃত্বই বড় ভূমিকা রেখেছে।’

এদিকে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই জানান, দালালদের কারণে হাসপাতালে ঠিকমতো সেবা পাওয়া যায় না, বিভিন্ন পরীক্ষা ও ওষুধের জন্য বাইরে দৌড়াতে হয়।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখার জন্য কঠোর নজরদারি বজায় থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com