মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
মোঃ শফিকুল ইসলাম (শফিক), বিশেষ প্রতিনিধি :
ঝালকাঠির সুগন্ধা নদীর তীর থেকে মিজান (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি পড়ে থাকতে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। মিজানের ছোট ভাই রাজু মৃতদেহটি সনাক্ত করেন।মিজান ঝালকাঠি শহরের পুর্ব চাঁদকাঠি এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র।
রাজু জানান, রাত ৮টার দিকে সে মায়ের কাছে ৫০টি টাকা চায়। মা তাকে টাকা দেয়নি, তখন বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। মিজান একটি ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতো।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান,
“স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে সুগন্ধা নদী থেকে জেলেপাড়া খালের প্রবেশদ্বারে গিয়ে মরদেহটি দেখতে পাই। ওই মোহনার দক্ষিণ-পুর্ব কোনায় একটি বটগাছের গোড়ায় নেশাজাতীয় কিছু আলামত পাওয়া গেছে। মরদেহের শরীরে সবকিছু স্বাভাবিক থাকলেও তার ডান পায়ে জুতা ছিলোনা। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানি পড়ে আর উঠতে না পারায় ওখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এরপরেও যদি অন্যকিছু থাকে তা ময়না তদন্তের পরে জানাযাবে। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”