মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা কোস্ট গার্ডের অভিযানে হালিশহর এলাকা থেকে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ মুন্সিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক শ্রীবরদীতে বন বিভাগের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩০ সবজি বাগান ঢাকায় ‘জ্ঞানসঙ্গী সৃজন উৎসব-২০২৫’ অনুষ্ঠিত টাকার বিপরীতে কমেছে ডলারের দাম রাজধানীর সব রুফটপ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল সুগন্ধা নদীর তীরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার উত্তেজনার মধ্যেই ৬৩ হাজার কোটির যুদ্ধবিমান কিনছে ভারত
মুন্সিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ভুইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে।

শনিবার (০৩ মে) বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সুমন ভুইয়া বলেন আওয়ামিলীগের দোশর ও এলাকার নামধারী বিএনপির লোকজন মিলে রাজনৈতিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র করে এ অপপ্রচার চালাচ্ছেন। আমি বিগত ১৫ বছরে রাজনৈতিকভাবে মিথ্যা মামলার শিকার হয়েছি এবং আমাকে নিজ গ্রাম ও বাড়ি ছাড়তে হয়েছে শুধুমাত্র আওয়ামীলীগের দোষরদের কারনে।
গতকাল আমাকে নিয়ে যে অপপ্রচার  করা হয়েছে সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে দূরে রাখার জন্য এ মিথ্যা ও অপপ্রচার এখনো অব্যাহত রেখেছেন আওয়ামীলীগের দোষরা।

আমি কেয়াইন বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি প্রাথী এবং কেয়াইন জাগরনী সংসদের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয় ইউসুফ হোসেন ভুইয়া। তার পর থেকে প্রিন্স নাদিম, সিদ্দিক মোল্লা ও আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের কর্মকান্ড চালাচ্ছেন তারা।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন কুচুক্রী মহল ও ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মোঃ সুমন ভুইয়ার স্ত্রী বলেন আমার স্বামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন শুধু তাইনয় আমাদেরকে মেরে ফেলারও গভীর ষড়যন্ত্র করছে। স্বামী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আছি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জন্য। এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মোঃ সুমন ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক, সিরাজদিখান থানা পুলিশের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com