শনিবার, ১৭ মে ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধি:
নারীর জীবনের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো ঋতুস্রাব। কিন্তু এখনো দেশের অনেক অঞ্চলে এ নিয়ে রয়েছে নানা সামাজিক সংকোচ ও সচেতনতার অভাব। এই প্রেক্ষাপটে নারীস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে নীলফামারী জেলা পরিষদ একটি উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার(৮মে) দুপুরে জেলা পরিষদের অর্থায়নে ডোমার বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের ৮০০ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হস্যানিটারি ন্যাপকিন বিতরণ শেষে শিক্ষার্থীদের হিমোগ্লোবিন ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজনও করে জেলা পরিষদ।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, নারীস্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির জন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। মেয়েরা যেন নোংরা কাপড় বা অনুপযুক্ত কিছু ব্যবহার না করে, সে বিষয়ে তাদের সচেতন করতে হবে। এ ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয়, সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতেও সহায়ক হবে। আগে সচেতন না থাকায় অনেক দুর্ঘটনা ঘটেছে, আমরা চাই সবাই সচেতন হয়ে স্বাস্থ্য সম্মত জিনিস ব্যবহার করুক।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, যখন আমি সচেতন হবো, যখন আমি বুঝতে পারবো লজ্জা একটি সামাজিক কুসংস্কার তখন আমাদের মধ্যে আর এসব নিয়ে লজ্জা কাজ করবে না। যেমন প্রথম আমার মেয়ের ঋতুস্রাব হয় তখন কিন্তু তার মাকে না বলে আমাকে বলেছে। এর কারন আমার মেয়ে আমার বন্ধু।
এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) লায়লা সাইদ ত্বনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম(কালু), সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন প্রমুখ।