লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” স্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ কিভাবে কমানো যায় সে বিষয়ে সচেতনতা সভা এবং ৯শতাধিক স্পন্সর শিশুর পরিবারে আম ও লেবুর চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় রোববার হতে মঙ্গলবার (১ হতে ৩ জুন) ইউএসএস কর্তৃক বাস্তবায়িত “নারী ও তরুণদের জন্য সামাজিক পরিবর্তনের নেতৃত্বদানকারী উদ্যোগ” প্রকল্পের আওতায় একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও মোগলহাট ইউনিয়নে প্লাস্টিক দূষণ কিভাবে কমানো যায় সে সম্পর্কে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আওতায় কুলাঘাট ইউনিয়নে ৩শত ৫০টি এবং মোগলহাট ইউনিয়নে ৫শত ৫০টি মোট ৯শতটি স্পন্সর শিশুর পরিবারের মধ্যে উন্নত জাতের ‘বারী-৪’ আম গাছের একটি করে চারা এবং একটি করে বারোমাসি লেবু গাছের চারা বিতরণ করা হয়।
মোগলহাট ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আসাদুল হক, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান। এছাড়াও নারী ও যুব দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ দুলাল হোসেন বক্তব্যে বলেন, “এই গাছগুলোকে শুধু চারা ভাবলে চলবে না, প্রতিটি গাছ একেকটি জীবন্ত সম্পদ। যথাযথভাবে যত্ন ও নিরাপত্তা দিয়ে রোপণ করলে এই গাছগুলো পরিবেশ রক্ষা ছাড়াও পরিবারগুলোর আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে।”
তিনি নিজ হাতে চারা বিতরণ উদ্বোধন করেন এবং শেষে ইউএসএস ও একশন এইডকে এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
অন্যদিকে, কুলাঘাট ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ লোকমান হাকিম।
প্রধান অতিথি মোঃ ইদ্রিস আলী বক্তব্যে বলেন, “গাছ আমাদের প্রকৃত বন্ধু এটি ফল, ফুল, ছায়া ও কাঠ দেয়, আবার প্রয়োজনের সময় বিক্রি করে আর্থিক সহায়তাও পাওয়া যায়। গাছ শুধু সহায়তা হিসেবে নয়, নিজেদের চেষ্টাতেও রোপণ করতে হবে”।
উভয় অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও স্পন্সর পরিবারের সদস্যদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে বক্তারা প্রকৃতি সংরক্ষণে এই ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতি বছর বাংলাদেশসহ সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ ক্রমাগত বেড়েই চলেছে। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রকৃতিকে আশ্রয় করে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।