মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার লালমনিরহাটে পরিকল্পনাহীন নগরায়ণের ছোবলে ফুরিয়ে যাচ্ছে কৃষি জমি বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভুয়া সেনা সদস্য আটক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ৭ গোলের বিশাল জয় কলাগাছিয়া গ্রামে কাদা-মাটির নিচে থাকা সড়ক যেন মরণ ফাঁদ এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড
মানবাধিকার কর্মীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট

মানবাধিকার কর্মীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা থানার অন্তর্গত নারায়নপুর গ্রামে অবস্থিত এক মানবাধিকার কর্মীর বাড়ীতে একদল উগ্রবাদী সন্ত্রাসীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। বাড়ীতে কাউকে না পেয়ে লোহার শাবল ও দেশিয় অস্র দিয়ে লোহার গেইটের তালা ভেংঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় । ঘরের থাকা সোফা , টেবিল , চেয়ার , আলমারি, দরজা ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে । টিবি, ফ্রিজ, ফ্যান সহ নানান দামী দামী জিনিসপত্র নিয়ে যায় সন্ত্রাসীরা এবং সবকিছু ভেঙ্গে চুড়ে রেখে যায়।

প্রতিবেশিদের সাথে কথা বলে যারা যায় যে, ২৪ জুন ২০২৫ সময় আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় ১০-১৫ জনের একদল যুবক এই হামলা ও তান্ডব চালায়, তাদের সকলের মুখে মাস্ক পরা ছিলো বলে জানাযায়। স্থানীয় ভাষায় গালিগালাজ করে এডভোকেট এনামুল হক কে যেখানে পাবে সেখানেই মেরে ফেলার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। তাদের হাতে অস্ত্র থাকার কারণে ভয়ে কেহ কাছে যাননি ও প্রতিবাদ করতে পারেননি এলাকাবাসী।

ভুক্তভোগী অ্যাডভোকেট এনামুল হক জানান, পুলিশও সাহায্য করতে আসে না। উল্লেখ্য যে, পৈত্রিক ওয়ারিশসুত্রে উক্ত বাড়ীর মালিক বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো এনামুল হক। তিনি সবসময় আইন ও মানবাধিকার বিষয়ে সোচ্চার এবং আইন ও মানবাধিকার লংগনের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর। বর্তমান সমসাময়িক বিশৃংখলা ও মব জাস্টিসের বিরুদ্ধে তিনি নিয়মিত সোসাল মিডিয়ায় লেখালেখি ও বক্তব্য প্রধান করেন।

এনামুল হক এর চাচাত ভাইয়ের সাথে কথা বলে আরো জানা যা যে, এই দুই দুইবার এডভোকেট হক এর বাড়িতে হামলা করা হলো। মুলুত বিভিন্ন সময়ে বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা ও প্রতিবাদ জানানোর কারনে ও রাজনৈতিক ক্ষোভের কারনে এই হামলা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারনা। আইন শৃংখলার দ্রুত উন্নোয়ন ও মানুষের নিরাপত্তা জোড়দার করতে না পারলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলেই মনে করছেন সর্বস্তরের জনগন।

এ বিষয়ে কুমিল্লা হোমনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হোসেন এর সাথে জানতে চাইলে তিনি বলেন কোন ধরনের অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com