মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার লালমনিরহাটে পরিকল্পনাহীন নগরায়ণের ছোবলে ফুরিয়ে যাচ্ছে কৃষি জমি বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভুয়া সেনা সদস্য আটক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ৭ গোলের বিশাল জয় কলাগাছিয়া গ্রামে কাদা-মাটির নিচে থাকা সড়ক যেন মরণ ফাঁদ এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড
নওহাটা পৌরসভায় প্রায় ৬১ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা

নওহাটা পৌরসভায় প্রায় ৬১ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীর নওহাটা পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৯০৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভা চত্বরে আয়োজিত এক উন্মুক্ত বাজেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পৌরসভার আর্থিক স্বাবলম্বিতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। উন্মুক্ত বাজেট অধিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌরসভার কার্যক্রম তুলে ধরে একটি স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে নওহাটা পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৬১ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৯০৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ২০৭ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৫৪ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৭০২ টাকা। আয়ের সাথে সঙ্গতি রেখে মোট ব্যয়ও একই পরিমাণ ধরা হয়েছে, যা একটি ভারসাম্যপূর্ণ বাজেট।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ বলেন, “বাজেট কেবল একটি আর্থিক পরিকল্পনা নয়, এটি জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতির দলিল। এই বাজেট প্রণয়নে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”

তিনি আরও জানান, বাজেট তৈরির প্রক্রিয়ায় স্থানীয় জনগণ, নারী ও যুব প্রতিনিধি, ব্যবসায়ী সমাজ এবং নাগরিক সমাজের মতামত গ্রহণ করা হয়েছে, যাতে এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও গণমুখী বাজেট হয়। এবারের বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পৌরসভার আত্মনির্ভরশীলতা অর্জনের প্রচেষ্টা। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বাজার ইজারা ইত্যাদি নিজস্ব উৎস থেকে রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে পৌরসভাকে স্বাবলম্বী করার ওপর জোর দেওয়া হয়েছে। বাজেটে অগ্রাধিকার পাওয়া খাতগুলোর মধ্যে রয়েছে- রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পৌর এলাকায় আলোকায়ন ও স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উন্নয়ন।

পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ আরও উল্লেখ করেন, সরকারি অনুদানের ওপর নির্ভরতা কমিয়ে পৌরসভার নিজস্ব আয়ের উৎস, যেমন- হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বাজার ইজারা ইত্যাদি থেকে রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে পৌরসভাকে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নগর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়ের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন- নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর জামায়াতের আমির সুজা উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বক্কর সিদ্দিক, নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী, মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ।

এছাড়াও নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমান, জামায়াতের নেতা অ্যাডভোকেট মসিউর রহমান সহ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com