রবিবার, ২০ Jul ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: আদিলুর রহমান খান শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে’ খরিপের পর রবি সবজিতে স্বপ্ন দেখছেন লালমনিরহাটের চাষিরা মাদকের অভয়ারণ্য লালমনিরহাট তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিক্ষার্থীদের পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের স্মরনে দিনাজপুরে ৮ লক্ষ বৃক্ষরোপণ জামায়াতের জাতীয় সমাবেশে বিপুল উপস্থিতি চাঁদাবাজি বিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার
স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: আদিলুর রহমান খান

স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক:

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ আয়োজিত ‘ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন’ শীর্ষক ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকায় স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, অতীতে ঢাকাকেন্দ্রিক পরিকল্পনা হয়েছে। ঢাকার আশপাশের জেলাগুলোর সঙ্গে ভালো যোগাযোগ তৈরি না হওয়ায় মানুষ কাজের প্রয়োজনে শহরে এলেও ফিরে যেতে পারছে না। ফলে বাসস্থানের সংকট দিন দিন বাড়ছে।

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ আয়োজিত ‘ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন’ শীর্ষক ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষ এখন আর প্লট বরাদ্দ দিচ্ছে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সরকার বিশেষ কোটা বাতিল করেছে। এখন স্বল্প আয়ের মানুষের জন্য লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, কৃষি জমি রক্ষায় নতুন আইন তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, ঢাকার আবাসিক এলাকাগুলো দিন দিন বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। ঢাকার আশপাশে ফ্লাড ফ্লো জোন ও কৃষিজমিতে গড়ে উঠছে আবাসন প্রকল্প, যা বন্ধ করা জরুরি।

অনুষ্ঠানে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী বক্তব্য দেন। স্বাগত বক্তব্যে স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা, ঘনত্ব ও আয় বৈষম্যের প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক আবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. শায়ের গফুর। তিনি ঢাকার নিম্ন আয়ের মানুষের জন্য সম্ভাব্য আবাসন মডেল ও বাস্তবমুখী ডিজাইন নীতিমালা তুলে ধরেন। তিনি জানান, এ গবেষণাভিত্তিক উদ্যোগ ঢাকায় অন্তর্ভুক্তিমূলক আবাসন পরিকল্পনায় সহায়ক হবে।

অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা টঙ্গী ও শ্যামপুর এলাকাভিত্তিক দুটি সাইটের জন্য গবেষণার মাধ্যমে করা আবাসনের ডিজাইন ও সুপারিশ উপস্থাপন করেন। আলোচনা পর্বে অংশ নেয়া বিশেষজ্ঞরা বলেন, অন্তর্ভুক্তিমূলক আবাসনের লক্ষ্যে নগর পরিকল্পনা, স্থাপত্য ও নীতিনির্ধারণে সমন্বয় জরুরি।

গবেষণা উপস্থাপনা ঘিরে আয়োজিত এই আলোচনা থেকে প্রাপ্ত ধারণা ঢাকার স্বল্প আয়ের মানুষের আবাসনের ক্ষেত্রে একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও অতিথিরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com