রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
দেশের বীমা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ১৪৫তম পরিচালনা পরিষদের সভা সম্পন্ন করেছে। আজ ১৬ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মিসেস তাহমিনা আফরোজ-কে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ-কে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সভায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান। মো: মাসুদুর রহমান-কে বিনিয়োগ কমিটির চেয়ারম্যান, জহিরুল ইসলাম-কে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং খোরশেদ আলম খান-কে গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানির কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহীন মিয়া, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
এর আগে সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এতে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান তাহমিনা আফরোজ, এবং বক্তব্য রাখেন সিইও আবুল কালাম আজাদ ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই এজিএম-এ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। তারা অনলাইনে অংশগ্রহণ করে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদনের ওপর মতামত দেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সভায় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। সমাপনী বক্তব্যে সিইও আবুল কালাম আজাদ শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বীমা খাতে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।