রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য

লিগ্যাল নোটিশ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ এর বক্তব্য

ডেস্ক রিপোর্ট:

প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তার পাঠানো লিগ্যাল নোটিশ প্রসঙ্গে বক্তব্য জানিয়েছে দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে একতরফা ও বিভ্রান্তিকর লিগ্যাল নোটিশ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই লিগ্যাল নোটিশে তোলা ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ প্রসঙ্গে কোম্পানির অবস্থান পরিষ্কারভাবে জানানো প্রয়োজন।

লিখিত বক্তব্যে গার্ডিয়ান লাইফ জানায়, পরিকল্পিতভাবে কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। মুলত, ২০২৩ সাল থেকে গ্রাহকের টাকা আত্মসাতের একাধিক লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোম্পানির সাবেক কর্মকর্তা ছিদ্দিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ২০২৩ সালে তদন্তের ভিত্তিতে তার ব্যবসায়িক কোড বন্ধ করা হয়। একই বছরের ২৭ ডিসেম্বর মাসে গ্রাহকের টাকা পরিশোধের অঙ্গীকারনামা দেওয়ার শর্তে তিনি সাময়িকভাবে কাজে যোগদান করলেও, পরবর্তীতে অঙ্গীকার পূরণে ব্যর্থ হন। অঙ্গীকারনামা ভঙ্গ করার দ্বায়ে ১৪ জানুয়ারি ২০২৫ এ তাকে পুনরায় সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত করার পরেও ফেব্রুয়ারি মাসে একাধিকবার ক্ষমা চেয়ে পুনরায় কাজে যোগদানের আবেদন করলেও, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অভ্যন্তরীণ তদন্তে আবারও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ফলে ৩০ এপ্রিল ২০২৫ তারিখে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।

পরবর্তীতে, ২৯ জুলাই ২০২৫ তারিখে গার্ডিয়ান লাইফ গ্রাহকের টাকা ফেরতের দাবিতে তার বিরুদ্ধে লিগ্যাল ডিমান্ড নোটিশ প্রদান করে। অথচ, উল্টোভাবে তিনি ১৮ আগস্ট ২০২৫ তারিখে কোম্পানির বিরুদ্ধে মিথ্যা ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত নোটিশ পাঠান, যা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা পুনরায় স্পষ্ট করে জানাচ্ছি, উক্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই করা হয়েছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সর্বদা শ্রম আইন, নিয়ন্ত্রক সংস্থার বিধি এবং কর্পোরেট গভর্নেন্স নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে। কোম্পানির সুনাম ক্ষুন্ন করার যেকোন অপচেষ্টা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে।

আমাদের গ্রাহক, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের আমরা আশ্বস্ত করছি যে, গার্ডিয়ান লাইফ তাদের প্রতি প্রতিশ্রুত সেবা ও আস্থার মান ধরে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com