শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের গুজরাটের মেহসানা এলাকায় ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়াকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। এতে দুই ভাই নিহত ও তাদের চাচা গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া এই ঘটনায় এক ব্যক্তি ক্রিকেট দলের অধিনায়ক, তার ভাই ও চাচাকে লক্ষ্য করে গুলি চালায়। ওভার দিতে না চাওয়ায় বিরোধ বাধে এবং সেই থেকেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
গুলি লাগার পর ঘটনাস্থলেই নিহত হন দলের অধিনায়ক। তার ভাই ও চাচাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ভাইও।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। আহত চাচা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।