মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ:
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর ডিরেক্টর শেখ মো. ড্যানিয়েল।
আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় যোগ দেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব এফসিএস।
সভায় সর্বসম্মতিক্রমে ৪টি বিষয় অনুমোদন করা হয়। সেগুলো হলো:
৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী। ২০২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে ১০% নগদ লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন। ২০২৪ সালের জন্য কোম্পানির স্ট্যাটুটরি অডিটর নিয়োগ। ২০২৪ সালের জন্য কোম্পানির কমপ্লায়েন্স অডিটর নিয়োগ।
সভায় সভাপতির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের প্রতি তাদের আস্থা, বিশ্বাস ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, আর্থিক সুশাসন ও সর্বোচ্চ করপোরেট গভর্ন্যান্স মানদণ্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অপরদিকে কোম্পানির ব্যবসায়িক সাফল্য বৃদ্ধিতে আন্তরিক প্রচেষ্টা, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা এবং দেশের বীমা খাতের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা।
সভা শেষে কোম্পানির অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের সহযোগিতা ও অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি