সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: প্রথম লেগে পিছিয়ে থেকে আজ ফিরতি লেগে টিকে থাকার লড়াইয়ে শক্তিশালী লিভারপুলের মখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
চলতি মৌসুমে উড়তে থাকলেও শেষ দুই ম্যাচের ফলাফলে কিছুটা ব্যাকফুটে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতায় নিজেদের শেষ ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে তারা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের পর ম্যানচেস্টার ডার্বিতেও জয় পায়নি সিটিজেনরা। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে হারে গার্দিওলার দল। সবশেষ দুই ম্যাচে ৬ গোল হজমের পর আজও আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ম্যানসিটির।
অন্যদিকে সব প্রতিযোগিতায় শেষ ৫ ম্যাচের ৩টি জয় ও এক ড্রয়ে আজ সিটি বধের স্বপ্ন দেখছে ইয়ুর্গেন ক্লুপের লিভারপুল। দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে অলরেডসরা। ইংলিশ লিগের এই দু’টি দল নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে ১৭৮ বার। এর মধ্যে লিভারপুলের ৮৭টি জয়ের সঙ্গে সিটি জিতেছে মাত্র ৪৫ বার। তবে চলতি মৌসুমে সিটির আগুনে ফর্মে আজ গার্দিওলার দলটির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।