বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
ডেস্ক নিউজ:
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির একটিং চেয়ারপার্সন মো. মোতালেব হোসেন।
সভায় ২০২৪ইং সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় অংশগ্রহণ করেন ইনডিপেনডেন্ট পরিচালক ও অডিট কমিটির চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির। এছাড়া, সভায় অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালক আলহাজ মো. রুহুল আমিন, আলহাজ মো. শামসুল হক, আবুল কালাম আজাদ, মি. কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, মি. গঙ্গাচরণ মালাকার, মি. সুমিত কুমার বাড়ৈ, এ.এন.এম. রেজওয়ানুল কাইউম, ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশীদ মোল্লা, মিসেস ফাহমিদা ওয়ালিউল্লাহ, বেলাল হোসেন এবং ইনডিপেনডেন্ট পরিচালক দেলোয়ার হোসেন রাজা এবং নারী ইনডিপেনডেন্ট পরিচালক বদরুন নেসা।
আরও অংশগ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হুদা, কোম্পানির সিএফও এ. বি. এম. হাসানগীর এবং কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।