‘অবৈধ অর্থপ্রবাহের বিরুদ্ধে কঠোর অনুবর্তিতার সংস্কৃতি গড়ে তোলা’ এই প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বীমা কোম্পানিগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) সম্মেলন ২০২৫।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যামেলকো’স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (আইসিসিএবি) যৌথভাবে এই আয়োজন করে।
হেড অব বিএফআইইউ (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে ও আইসিসিএবি’র চেয়ারম্যান প্রবীর চন্দ্র দাসের সঞ্চালনায় উদ্বোাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথী ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপেক্ষের সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। সম্মেলনে কয়েক পর্বে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট বীমা ব্যক্তিগণ অংশ নেন।
সম্মেলনে অংশীজনদের বক্তব্য নিয়ে রয়েছে ব্যাংক বীমা অর্থনীতির বিশেষ আয়োজন।