কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ নিজ নির্বাচনী এলাকার রাজারহাটে চলমান দূর্গোৎসবে অংশ নেন। তিনি বিভিন্ন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে নিজ নিজ উৎসব পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ এ্যাড,সফিকুল ইসলাম,সদস্য সচিব শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা তাঁতি দলের সভাপতি মোঃ আনিচুর রহমান,রাজারহাট উপজেলা যুবদল নেতা নয়ন মিয়া সহ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ