কেরানীগঞ্জ মডেল উপজেলার বাস্তা ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো শুভেচ্ছা বার্তা ও আর্থিক অনুদান তুলে দেন পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে বক্তব্য দেন ব্যারিস্টার ইরফান। তিনি বলেন, ‘বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সবাইকে সমান চোখে দেখে। দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করা হলে আমাদের নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে দিন-রাত পাহারা দেবে।’
তিনি আরও জানান, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে বিএনপির নেতা-কর্মীরা তিন শিফটে দায়িত্ব পালন করছেন। ‘আপনারা যেন সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য আমাদের দল সর্বদা আপনাদের পাশে আছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তরুণ এই নেতা বলেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করবে।
ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সন্তান। তরুণ এ নেতা ধীরে ধীরে কেরানীগঞ্জে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান গড়ে তুলছেন।