অ্যান্টি মানি লন্ডারিং কার্যক্রমে শাস্তিমূলক পদক্ষেপ আরও জোরদার করতে হবে। তিনি বলেন, “নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র নোটিশ দিয়ে থেমে গেলে হবে না, বরং আর্থিক জরিমানা ও আইনগত ব্যবস্থা নিতে হবে।”
তাঁর মতে, শাস্তির ভয় না থাকলে কোনো কোম্পানি বা ব্যক্তি AML নীতিকে গুরুত্ব দেবে না।
তিনি বলেন, “আমরা যদি উদাহরণ তৈরি করতে পারি একটি কোম্পানি AML অমান্য করায় বড় জরিমানা গুনল তাহলেই অন্যরা সচেতন হবে।”