সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নড়াগাতীর থানার রামপুরা গ্রামে পারিবারিক কলহে ছোট ভাইয়ে আঘাতে বড় ভাই, ভাতিজা গুরুতর আহত কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ ফারইষ্টের শহিদকে ঘিরে ক্ষোভের আগুন বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত প্রথমবারের মতো টাইফয়েড টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বর সহ ৪ জেলে আটক

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  কচিখালী কটকা সহ বিভিন্ন এলাকার  অভয়ারণ্য ও খাল দখলকারী্র মুল হোতা কুখ্যাত লিটন মাতুব্বর অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষদের হাতে ৪ জেলেসহ আটক হয়েছে হয়েছে।

১১ অক্টোবর সকালে নিষিদ্ধ অভয়ারণ্যের খাল থেকে মাছ ধরার সময় তাকে আটক করা হয়। এসময় বনরক্ষীরা নৌকা তল্লাশি চালিয়ে জব্দ করেছে  লক্ষাধিক টাকার গলদা সহ বিভিন্ন জাতের মাছ, দুটি  জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে  মামলা করা হয়েছে বলে বল বিভাগ সূত্র জানিয়েছে।বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা জানতে পারে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার মূল হোতা লিটন মাতুব্বর সহ বেশ কয়েকজন জেলে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা  শনিবার (১১ অক্টোবর) সকালে ওই এলাকায় অভিযান চালায়। এই সময় বন রক্ষীরা অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় লক্ষাধিক টাকা মূল্যের গলদা ও বিভিন্ন প্রজাতির  সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটক জেলেরা  হলো শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা লিটন  মাতুব্বর (৪৭), তাইজুল হাওলাদার (২০),আবু খালেক মৃধা (৫৫), ও হামিদ হাওলাদার (৫০)।  একটি সূত্র জানিয়েছে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুর্ধর্ষ জেলেরা তাদের কাছে রাখা বিষের বোতল পানিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।আটক জেলেদের বিরুদ্ধে বন আইন একটি মামলার দায়ের করে আসামিদের   বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বনবিভা  নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলেও মৎহ্য ব্যবসায়ী জানায় লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে সুন্দরবনের ‌কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ  দুধরাজ খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী  ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়।

সুন্দরবন পূর্ব  বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় সময় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বাগেরহাট আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com