“তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপনের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে আজ রোববার (১৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গ্রাহক সেবা পক্ষ কর্মসূচির উদ্বোধন করেন আইডিআরএর চেয়ারম্যান ড. এম. আসলাম আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক।
অনুষ্ঠানে বক্তারা বীমা খাতের আধুনিকায়ন, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে বীমা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
“তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে দেশের সব জীবন ও নন–লাইফ বীমা কোম্পানিকে দুটি বিশেষ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়েছে আইডিআরএ। এ সংক্রান্ত নির্দেশনা ৯ অক্টোবর প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।
প্রথম কর্মসূচি অনুযায়ী, তরুণদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে বীমার গুরুত্ব তুলে ধরে ‘তরুণদের বীমা বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ গ্রহণ করতে বলা হয়েছে। এতে তরুণদের মধ্যে বীমার প্রয়োজনীয়তা ও সুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা হবে।
দ্বিতীয় কর্মসূচিতে বলা হয়েছে, তরুণদের জীবন ও সম্পদের সুরক্ষায় উপযোগী বীমা পরিকল্প উদ্ভাবন এবং তাদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ‘জুলাই বিপ্লবকে উপজীব্য করে তরুণদের জন্য নতুন বীমা পরিকল্প উদ্ভাবন’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।