সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

কুড়িগ্রামে নানা আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৮

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার ২৭ অক্টোবর দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল কবির খান টিপু,যুব নেতা ফারুক আহমেদ,সাধন মিয়া, যুবদল নেতা মোরশেদ হোসেন লিটু,যুবনেতা মাসুদ রানা বাবু, রাকিবুল ইসলাম বকসী রকি,চাঁদ মিয়া,পথিক মিয়া,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন প্রমূখ। র‍্যালীতে বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা।

র‍্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াওআগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com