বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল) চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২২ পয়সা। অর্থাৎ বছরে ইপিএস বেড়েছে প্রায় ২০ শতাংশ।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির মোট শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ের ৩ টাকা ৯ পয়সা থেকে বেশি।
এ ছাড়া ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৬ পয়সা, যা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ছিল ২৮ টাকা ৪৫ পয়সা।