ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর ১০৫তম বোর্ড সভা মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর মহাখালিস্থ স্কয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্র্যাবের চেয়ারম্যান নূর এ. আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন বোর্ড সদস্য তপন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রতিনিধি আসিফ সাদ বিন শামস, মিসেস তানিয়া নুসরাত জামান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর প্রতিনিধি মো. নূরুল হুদা, এবং ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদ শামস আজাদ।
সভায় চলমান বাজার চ্যালেঞ্জ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) রেটিংয়ে ক্র্যাবের নতুন উদ্যোগ, এবং মার্কেট ডেভেলপমেন্টে প্রতিষ্ঠানটির করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও, সংশ্লিষ্ট মানদণ্ড মেনে ক্রেডিট রেটিং সার্ভিস প্রদানে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাঠামোর প্রতি ক্র্যাবের ধারাবাহিক অঙ্গীকারকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।