শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

বৃহস্পতিবার শেষ হচ্ছে মতবিনিময় পর্ব, পে স্কেল ঘোষণা কবে?

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করছে পে কমিশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রায় ৩০০ সংগঠনকে মতবিনিময়ের জন্য ডেকেছে কমিশন। আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে কমিশনের এ মতবিনিময় পর্ব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মতবিনিময় শেষে প্রাপ্ত সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করবে কমিশন।

এরপর সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ।
কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার সাংবাদিকদের বলেন, ‘অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে গত ১৫ অক্টোবর, এখন সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় চলছে। ৩০ অক্টোবর এই মতবিনিময় শেষ হবে। তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব।

জানা যায়, সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ১৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশের দাবি জানিয়েছে। এ বিষয়ে অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন, ‘কমিশন গঠনের সময়ই সময় বেঁধে দেওয়া হয়েছে, সেখানে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে। তাই কোনো নির্দিষ্ট তারিখ নয়, আমরা দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে চাই। এই লক্ষ্যে সবাই কাজ করছি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সব প্রক্রিয়া শেষ করতে আরো কিছুটা সময় লাগবে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে সুপারিশ জমা দিতে পারে কমিশন। আর ২০২৬ সালের জানুয়ারি মাসে পে স্কেলের ঘোষণা আসতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com