বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটাই সত্যি হলো। অভিষেক নায়ারকেই প্রধান কোচের দায়িত্ব দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।
বই হাতে অভিষেকের বসার এক ছবি দিয়ে কেকেআর লিখেছে, ‘নাইট রাইডার্সের গল্পে নতুন অধ্যায় শুরু হলো।
অধ্যায়টা নতুন হলেও কেকেআর-অভিষেকের সম্পর্ক অনেক পুরনো।
খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর কেকেআরের একাডেমির প্রধান কোচ হন অভিষেক। পরে কলকাতার সহকারী কোচের দায়িত্ব পালন করেন ৪২ বছর বয়সী কোচ। যার অধীনে এই দায়িত্ব পালন করেছেন সেই চন্দ্রকান্ত পণ্ডিতের স্থলাভিষিক্তই হলেন এবার তিনি।
সর্বশেষ মৌসুমে চন্দ্রকান্তের অধীনে ১০ দলের মধ্যে আটে শেষ করে কলকাতা। সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদও শেষ হওয়ায় নতুন করে আর চুক্তি করেনি উভয় পক্ষ। আগামী মৌসুমে তাই অভিষেকের ওপরে আস্থা রাখছে কলকাতা।
কিছুদিন আগে নারী প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব পান অভিষেক।
এর আগে গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় জাতীয় দলের সহকারী কোচের ভূমিকাতে কাজ করেছেন তিনি। এ ছাড়া ২০২২ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। কলকাতার মালিক শাহরুখ খানেরই দল এটি।