রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে নরসিংদীতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ তদারকি করলেন অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলাম, বিপিএম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম তদারকি ও সেশন পরিচালনা করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও পুলিশ টেলিকম ঢাকা’র অ্যাডিশনাল ডিআইজি (টেলিকম) জনাব মহিউল ইসলাম, বিপিএম।

আজ রবিবার (২ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সেশনে তিনি উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম তদারকি করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তিনি বাস্তব অভিজ্ঞতা ও দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলমান এই প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশসহ অন্যান্য পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। নির্বাচনী দায়িত্বে পুলিশের পেশাদারিত্ব ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com