রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

খেতে না পেয়ে দুই দিন ধরে রাস্তায় ঘুরছিলেন শাহরুখ!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

যে শাহরুখ খান এখন বলিউডের বাদশাহ, বিশ্বের শীর্ষ ধনী অভিনেতা; একটা সময় ছিল যখন তার কাছে কোনো অর্থকড়ি ছিল না। ভুগেছেন অর্থকষ্টে। একদিকে অসুস্থ বোন শেহনাজ, অন্যদিকে অসুস্থ মা। বাবাকে হারিয়েছিলেন অনেক আগেই।
পড়াশোনো শেষ করে স্ট্রাগল করে চলেছেন বলিউডে একটা সুযোগ পাওয়ার জন্য। সংসার সামলাতে টুকটাক করছেন টেলিভিশনের কাজ। এরপর নাম লেখান সিনেমাতে, তারপর বাকিটা ইতিহাস। এখন তার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি।
দুবাইয়ে তার নামে রয়েছে মস্ত বড় আইল্যান্ড, লন্ডনে বিলাসবহুল বাড়ি।
শাহরুখের স্ট্রাগলের সময় নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বললেন বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকর বিবেক ভাসওয়ানি।
সময়টা নব্বইয়ের দশক। তখন টিভিতে টুকটাক কাজ করছেন শাহরুখ।
সিনেমায় বড় সুযোগ তখনও জোটেনি। ঠিক সেই সময়ই শাহরুখের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একদিন হঠাৎ বিবেকের ঘরের দরজায় কড়া নাড়েন শাহরুখ। টিভিতে অভিনয়ের সূত্রে বিবেকের সঙ্গে পরিচয় ছিল তার। সেই বন্ধুত্বের খাতিরেই সেদিন বিবেকের কাছে ভেঙে পড়েছিলেন এসআরকে।
বিবেককে স্পষ্ট বলেছিলেন, মা আর বাঁচবে না। বোনকে নিয়ে ভেসে যাব। দুই দিন ধরে খেতে পাইনি। আমাকে দুমুঠো খাবার জোগাড় করতেই হবে। আমাকে একটা সিনেমায় সুযোগ দাও। খুব অর্থের প্রয়োজন।
সাক্ষাৎকারে বিবেক বলেন, ঠিক সেই সময় আজিজ মির্জা ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’ ছবির চিত্রনাট্য লিখছিলেন। শাহরুখের সঙ্গে মিটিংয়ে বসা হলো। আর এভাবেই শাহরুখের বলিউডে যাত্রা শুরু। যদিও দিব্যা ভারতী ও ঋষি কাপুরের সঙ্গে ‘দিওয়ানা’ ছবিই সবার আগে মুক্তি পায় ও পরিচিতি দেয় শাহরুখকে।

এই অভিনেতার কথায়, শাহরুখের মধ্যে অদ্ভুত এক জেদ ছিল। খিদে ছিল সফল হওয়ার। সফল হওয়ার জন্য যেকোনো পরিশ্রম করতে রাজি ছিলেন। আর তাই তো আজ তিনি বলিউড বাদশা। শাহরুখ সাফল্য পাননি বরং বলা ভালো, অর্জন করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com