বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মোড়ে মোড়ে তল্লাশি রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোস্তফা কামরুস সোবহান রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত: জানমালের নিরাপত্তা বিঘ্ন গভীর রাতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক বীমা কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে এসবিসি কর্মচারী ইউনিয়নের স্মারকলিপি হাসিনার বাংলাদেশে ঢোকার খবর, বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর আত্মপ্রকাশ

তুহিন ভূঁইয়া:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২

শতাধিক আবেদিত রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF) আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সম্মেলনে ফ্রন্টটির প্রতিনিধিরা সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনা করে বলেছেন — দলীয় নিবন্ধন নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার; কিন্তু বর্তমান প্রক্রিয়ায় নতুন দলগুলোর নিবন্ধন বাধাগ্রস্ত হচ্ছে এবং কিছু “কালো আইন” এই অধিকারকে ক্ষুণ্ণ করছে, সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বিবৃতিতে ফ্রন্টটি আরও বলেছে যে, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিজস্ব দলীয় ব্যানার ও প্রতীকে অংশগ্রহণের অধিকার দাবি করে; যদি তা না মঞ্জুর করা হয় তবে তারা সাধারণ জনগণের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে। বিবৃতিতে জোটটি দেশের ইতিহাস, ভূ-প্রকৃতি ও সামাজিক সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে নিজেদের সংকল্প ও নীতি-উদ্ধৃতি উপস্থাপন করেছে।

বিশেষ করে দলটি জোর দিয়ে দাবি করেছে—নিবন্ধনপ্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও গণতান্ত্রিক হওয়া উচিত। গত কয়েক বছর ধরে নতুন রাজনৈতিক সংগঠনের নিবন্ধনে বিভিন্ন বিধিনিষেধ আরোপের অভিযোগ সংবাদ ও সমালোচনায় উঠে এসেছে; অনেকে এই বিধিনিষেধকে “কালো আইন” হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন। এই ধরণের অভিযোগ ও দাবি পূর্বেও বিভিন্ন দলের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে।

ফ্রন্টটির বক্তব্যে বলা হয় — দেশের রাজনীতি এখন শুধুই কর্পোরেট বা ব্যবসায়িক স্বার্থে রূপান্তরিত হয়ে গেছে; জনগণের সার্বভৌম অধিকার, অন্ন-বস্ত্র-শিক্ষা-চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা নিশ্চিত করা না হলে গণতন্ত্রের রক্ষা অসম্ভব। তারা বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক ইস্যুতে এখনও কেন্দ্রীয় রাজনীতির বেসামরিক দৃষ্টিভঙ্গি অনুপস্থিত থাকতে উল্লেখ করেছেন এবং নতুন রাজনৈতিক কণ্ঠগোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়ে সেই শূন্যস্থান পূরণ করাই তাদের উদ্দেশ্য বলে জানান।

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রন্ট সূত্র বলেছে যে আগামী দিনগুলোতে তারা কর্মকর্তাদের কাছে তাদের সংগঠনের পূর্ণ তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনে গণঅবস্থান ও কর্মসূচি গৃহীত হবে। তারা নাগরিক-ভিত্তিক গণজাগরণ ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সমর্থন সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com