সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ: তবু মিলছে না গ্যাস রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ঘিওর–দৌলতপুর–শিবালয়ের সার্বিক উন্নয়নে ভোটারদের প্রতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনের আহ্বান জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ছাত্রদলের কম্বল বিতরন কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

সোহানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ৫৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা আগেই গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার টি-টোয়েন্টি সংস্করণেও দেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে তিন অঙ্কের মাইলফলক ছোঁয়ার কীর্তি গড়লেন এই টপ অর্ডার ব্যাটার।

কাতারে চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচে মাত্র ১৪ বলে ফিফটির পর ৩৫ বলে জাদুকরী তিন অঙ্ক স্পর্শ করেছেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড।

শনিবার (১৫ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১৬৮ রানের লক্ষ্য সোহান ঝড়ে মাত্র ৫৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে টাইগাররা।

এই সংস্করণে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন তিনি। প্রায় ৬ বছর পর এবার বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সোহান।

সব মিলিয়ে বিশ্ব রেকর্ড থেকে অবশ্য বেশ দূরে সোহান। মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৯ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছিলেন সোহান।

রান তাড়ায় মাত্র ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান। সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলি। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। ১৪ বলে ২০ করেন আরেক ওপেনার জিসান আলম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড এটি। ১১টি ছক্কার নজির আছে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর। এছাড়া জিসান আলমের আছে ইনিংসে ১০ ছক্কার রেকর্ড।

এর আগে, বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে হংকং ১৬৭ রান করেছিল। তবে সোহানের তাণ্ডবে উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিলো না।

এশিয়া কাপ রাইজিং স্টারে হংকংয়ের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ১৭ নভেম্বর আফগানিস্তান ও ১৯ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com