বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে এক হচ্ছে সাত কলেজ ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা নরসিংদীতে অতিরিক্ত নামজারী করে অধিগ্রহণের টাকা উত্তোলনের চেষ্টা—জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নরসিংদীর করিমপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সৌদিতে বাস‑ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় নিহতের আশঙ্কা হাসিনার রায়: সজীব ওয়াজেদের সতর্কবার্তা বৈধ-অবৈধ সব ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হাইকোর্টে মামলার স্থগিতাদেশ: চার বছর ধরে মানবেতর জীবনে নরসিংদীর তানিয়া ও তার শিশু কন্যা

সোহানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ৫৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা আগেই গড়েছিলেন হাবিবুর রহমান সোহান। এবার টি-টোয়েন্টি সংস্করণেও দেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে তিন অঙ্কের মাইলফলক ছোঁয়ার কীর্তি গড়লেন এই টপ অর্ডার ব্যাটার।

কাতারে চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচে মাত্র ১৪ বলে ফিফটির পর ৩৫ বলে জাদুকরী তিন অঙ্ক স্পর্শ করেছেন সোহান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড।

শনিবার (১৫ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১৬৮ রানের লক্ষ্য সোহান ঝড়ে মাত্র ৫৪ বল হাতে রেখেই পেরিয়ে গেছে টাইগাররা।

এই সংস্করণে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন তিনি। প্রায় ৬ বছর পর এবার বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সোহান।

সব মিলিয়ে বিশ্ব রেকর্ড থেকে অবশ্য বেশ দূরে সোহান। মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৯ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছিলেন সোহান।

রান তাড়ায় মাত্র ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান। সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলি। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। ১৪ বলে ২০ করেন আরেক ওপেনার জিসান আলম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড এটি। ১১টি ছক্কার নজির আছে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর। এছাড়া জিসান আলমের আছে ইনিংসে ১০ ছক্কার রেকর্ড।

এর আগে, বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে হংকং ১৬৭ রান করেছিল। তবে সোহানের তাণ্ডবে উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিলো না।

এশিয়া কাপ রাইজিং স্টারে হংকংয়ের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ১৭ নভেম্বর আফগানিস্তান ও ১৯ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com