“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলামের সভাপতিত্বে এবং জুলহাজ কায়েমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, জনতা ব্যাংক সিংড়া শাখার ব্যবস্থাপক নয়ালিন রেজা, ভেটেরিনারি সার্জন ডাঃ ইউনুস আলী, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা হাবিবা প্রমুখ।
মেলায় ২৭টি স্টলে দেশি ও উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়। এতে খামারি, কৃষক ও দর্শনার্থীদের ভিড়ে মেলা মুখর হয়ে ওঠে।