শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহীন-কাওছার কর্মকাণ্ডে তলানিতে স্বদেশ লাইফ কোটচাঁদপুরে জামায়াতের এমপি প্রার্থী মতিয়ার রহমানের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ পল্টন থানা হারানো ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, ভ্যাট প্রত্যাহার করেছে সরকার পদ্মা লাইফে নারীদের সাথে ভয়ংকর প্রতারণা দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার তফসিল ঘোষণার পর সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ সিংড়ায় নির্বাচনী মাঠে রিকশা প্রতীকের জোয়ার গণসংযোগে ব্যস্ত মুফতী রুহুল আমিন মা-মেয়ে হত্যার ঘটনায় পুলিশের ব্রিফিং, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মোবাইল ফোন ইস্যুতে প্রবাসীদের স্পষ্ট বার্তা দিলেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিদেশ থেকে মোবাইল ফোন আনার বিষয়ে প্রবাসীদের বিভিন্ন উদ্বেগের কথা স্পষ্ট করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি এ বার্তা দেন।

আসিফ নজরুল সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। এ সম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি।

মিথ্যা— সরকার নতুন নিয়ম করেছে একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে।

সত্য— শেখ হাসিনা আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনসেটের সঙ্গে মাত্র একটা নতুন সেট আনতে পারত। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার আরও বেশি (২টা নতুন) ফোনসেট আনার অনুমতি দিয়েছে।

অর্থাৎ প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সঙ্গে ২টা নতুন সেট আনতে পারছে। ২টার বেশি আনলে তার জন্য শুধু ট্যক্স দিতে হবে। এনবিআর ব্যগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেওয়ার জন্য। তবে এই সুবিধা বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য থাকছে।

মিথ্যা— প্রবাসী ভাইদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে।

সত্য— শুধু প্রবাসীদের জন্য এ ধরনের কোনো আইন করা হয়নি। প্রকৃত তথ্য হচ্ছে- আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোনসেট ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটের রেজিস্ট্রেশন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। মানে হচ্ছে- এটি দেশে থাকা মানুষ বা দেশে আসা প্রবাসী সবার জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। কাউকে হয়রানিতে ফেলার জন্য না, বরং হয়রানি থেকে বাঁচার জন্য এই আইন করা হয়েছে।

আইন উপদেষ্টা গুজব প্রতিরোধে প্রবাসীদের বলেন, প্রবাসী ভাইদের কাছে আবেদন— গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যা গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ।

তিনি বলেন, গুজব কোন জায়গায় গেছে দেখেন— কেউ কেউ এই অবিশ্বাস্য তথ্য প্রচার করছে- প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন! এই সব জঘন্য মিথ্যাচারকে প্রতিরোধ করুন।

আসিফ নজরুল পরিশেষে বলেন, আমি জানি, আরও কিছু বিষয়ে আপনাদের প্রশ্ন আছে। সেগুলো আমি দ্রুত জানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com