মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের লস হবে ৪০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। মেট্রোরেল যেহেতু ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে সেজন্য ভ্যাট বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।