শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার : পূর্ণাঙ্গ তালিকা

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার : পূর্ণাঙ্গ তালিকা

ঘোষিত হয়েছে ৬৫তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গেল বছর মুক্তি পাওয়া ‘মম’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন প্রয়াত শ্রীদেবী। ছবিতে মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতে মরিয়া এক মা তিনি। আগেই এই ছবির জন্য ‘জি সিনে অ্যাওয়ার্ড’ জিতেছিলেন, জাতীয় পুরস্কারেও ব্যতিক্রম হলো না। আর লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য মরণোত্তর দাদাসাহেব ফালকে পুরস্কার জেতেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না।

১০ সদস্যের জুরি বোর্ডের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করেন এর প্রধান প্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর। নিচে পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো।

সেরা পরিচালক : জয়রাজ (ভয়ানক : মালায়লাম)

সেরা ছবি : ভিলেজ রকস্টারস (অসমীয়)

সেরা জনপ্রিয় ছবি : বাহুবলী

বিশেষ পুরস্কার : মুরাখিয়া (মারাঠি), হ্যালো আরসি (ওড়িশি), টেক অফ (মালায়লাম), পঙ্কজ ত্রিপাঠি (নিউটন), পার্বতী (মালায়লাম অভিনেত্রী : টেক অফ)।

সেরা আঞ্চলিক ছবি : লাদাখ

সেরা মারাঠি ছবি : কাচ্চা লিম্বু

সেরা মালায়লাম ছবি : থোন্দিমুথালুম দ্রিক্ষাশ্যাম

সেরা হিন্দি ছবি : নিউটন

সেরা বাংলা ছবি : ময়ূরাক্ষী

সেরা অসমীয় ছবি : ইশু

সেরা তামিল ছবি : টু লেট

সেরা তেলেগু ছবি : গাজি

সেরা গুজরাটি ছবি : ডিএইচএইচ

সেরা অ্যাকশন : বাহুবলী ২

সেরা কোরিওগ্রাফি : টয়লেট এক প্রেম কথা (গণেশ আচার্য)

সেরা চলচ্চিত্র সমালোচক : গিরিধর ঝা

বিশেষ সমালোচক সম্মাননা : সুনীল মিশ্র (মধ্য প্রদেশ)

সেরা স্পেশাল ইফেক্ট : বাহুবলী ২

বিশেষ জুরি পুরস্কার : নগর কীর্তন (বাংলা)

সেরা গীতিকার : মুথু রত্না (কন্নড় ছবি মার্চ ২২)

সেরা সংগীত পরিচালক : এ আর রহমান (কাত্রু ভেলিয়াদাই)

ব্যাকগ্রাউন্ড স্কোর : এ আর রহমান (মম)

সেরা মেক-আপ আর্টিস্ট : রাম রাজাক (নগর কীর্তন)

সেরা প্রডাকশন ডিজাইন : সন্তোষ রাজন (মালায়লাম)

সেরা এডিটিং : রীমা দাস (অসমীয় ছবি)

সেরা চিত্রনাট্য (মৌলিক) : থোন্দিমুথালুম দ্রিক্ষাশ্যাম

সেরা চিত্রনাট্য (অভিযোজিত) : ভয়ানক

সেরা প্লে-ব্যাক (পুরুষ) : ইয়েসুদাস

সেরা প্লে-ব্যাক (নারী) : শাসা তিরুপাতি

সেরা সহ-অভিনেতা : ফাহাদ ফাজিল

সেরা সহ-অভিনেত্রী : দিব্যা দত্ত (ইন্দ্র, হিন্দি)

সেরা অভিনেত্রী : শ্রীদেবী (প্রয়াত), মম ছবির জন্য

সেরা অভিনেতা : ঋদ্ধি সেন (নগর কীর্তন)

সেরা ছবি (ন্যাশনাল ইন্টিগ্রেশন) : ধাপ্পা (মারাঠি)

লাইফটাইম অ্যাচিভমেন্ট দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড : বিনোদ খান্না (মরণোত্তর)
সূত্র : হিন্দুস্তান টাইমস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com