বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চার দিনে গ্রেপ্তার ২৪৩৩ গণভোটে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র: প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন মহান বিজয় দিবস উপলক্ষে DYDF বরিশাল জেলা শাখার শ্রদ্ধা নিবেদন কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন কালিয়ায় মহান বিজয় দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন কুড়িগ্রামে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা পুলিশ সুপার মহোদয়ের পলাশ থানা আকস্মিক পরিদর্শন

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, সঙ্গে যাচ্ছেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, এয়ার অ্যাম্বুলেন্স বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। হাসপাতাল থেকে তাকে সড়কপথে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে দিকে রওয়ানা হয়েছে। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হবে।

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি টেলিফোন কনফারেন্সে তার সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছিল। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ও পরিবারের পরামর্শক্রমে এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করে এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রেস উইং জানিয়েছে, হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com